ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

টেলর সুইফটের বিরল রেকর্ড

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:০৭  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০১৭, ১৪:১১

টেলর সুইফটের বিরল রেকর্ড

প্রযুক্তির উন্নয়নে এখন গানের ভুবন অনলাইন নির্ভর। ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেই শিল্পীদের গানের বিক্রি তথা আয় হয়ে থাকে। তবে এই যুগে এসেও নিজের সাফল্যের দক্ষতা দেখালেন মার্কিন গায়িকা টেলর সুইফট। অ্যালবাম বিক্রিতে রীতিমত বিরল রেকর্ড গড়লেন।

গত ১০ নভেম্বর প্রকাশ হয়েছে টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘রেপুটেশন’। প্রকাশের পর মাত্র চার দিনেই অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। তাও আবার কেবল আমেরিকাতে। অন্যান্য দেশের হিসাব মিলিয়ে সেটা আরও বড় অংক। এতো অল্প সময়ে এতো বেশি অ্যালবাম বিক্রির রেকর্ড নেই অ্যামেরিকায় নেই।

অ্যালবামের পোস্টার

একটি অভিজ্ঞতা টুইট করে জানালেন টেলর সুইফট। নিজের অ্যালবাম কিনতে তিনি যান বাজারের দোকানে। গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে তাকে কিনতে হয় নিজের গানের অ্যালবাম। এরপর শ্রোতাদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এই গায়িকাকে।

কেআই/

  • সর্বশেষ
  • পঠিত