ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

‘বামবা লাইভ চ্যাপটার ওয়ান’ কনসার্ট ৩ মে

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৮:৪১  
আপডেট :
 ২৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৫

‘বামবা লাইভ চ্যাপটার ওয়ান’ কনসার্ট ৩ মে

আবারো এক মঞ্চে আসছে দেশের সবচেয়ে জনপ্রিয় ১১টি ব্যান্ড। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এর উদ্যোগে হচ্ছে আয়োজনটি। ‘বামবা লাইভ চ্যাপটার ওয়ান’ শিরোনামে এই কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে স্কাই ট্র্যাকার।

৩ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার নবরাত্রী হলে এই কনসার্ট আয়োজন করা হবে। কনসার্টে গান করবে মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, ভাইকিংস ও শূন্য।

‘বামবা লাইভ চ্যাপটার ওয়ান‘কনসার্ট উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বামবার প্রেসিডেন্ট হামিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু, সহসভাপতি ফোয়াদ নাসের বাবু, ম্যাক ও ঢাকার মাকসুদ, অর্থহীনের সুমন, মাইলসের মানাম আহমেদ, পেন্টাগনের সুমন প্রমুখ। আরও ছিলেন স্কাই ট্র্যাকারের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান।

শুধু ফেসবুকে নিবন্ধনের মাধ্যমে যে কেউ এই কনসার্টে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হবে না। নাম নিবন্ধনের লিংকটি হলো:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeIeSpBPdrUgYJiko_3UnGpkS71oHwHntybtHEKcoEdXLJxGw/viewform

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত