ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পর্দা নামলো কানের, এক নজরে বিজয়ীরা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০১৮, ১৩:১১

পর্দা নামলো কানের, এক নজরে বিজয়ীরা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও জমকালো আয়োজন কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের নদীঘেরা শহর কানে প্রতি বছর বসে এই সিনেমা যজ্ঞ। এবার অনুষ্ঠিত হয়েছে কানের ৭১তম আসর। গত ৮ মে শুরু হয়ে শনিবার (১৯ মে) শেষ হয় কানের এবারের আয়োজন।

লাল গালিচায় তারকাদের পদচারণা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেরা চলচ্চিত্রগুলোর প্রদর্শনী ও প্রতিযোগিতা, সবমিলে এবারের কান উৎসব কোনো অংশে কম আকর্ষণীয় ছিলো না। কানের মূল প্রতিযোগিতা বিভাগ নিয়েই সবার মনে একটা আলাদা আগ্রহ কাজ করে। কার হাতে ওঠে পাম দ’ বা স্বর্ণপাম পুরস্কার, সেই চিত্র দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে চলচ্চিত্রপ্রেমিরা।

সেরা অভিনেতা মার্সেলো ফন্তে

এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে জাপানের কোরি-ইদা হিরোকাজু পরিচালিত ‘শপলিফটার্স। উৎসবের পালে দো ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

একনজরে অন্যান্য বিজয়ীরা:

গ্র্যাঁ প্রিঁ: ব্ল্যাকক্ল্যান্সম্যান (স্পাইক লি, যুক্তরাষ্ট্র)

সেরা পরিচালক: পাওয়েল পাউলোকস্কি (কোল্ড ওয়ার, পোল্যান্ড)

সেরা অভিনেতা: মার্সেলো ফন্তে (ডগম্যান, ইতালি)

সেরা অভিনেত্রী: সামাল ইয়েসলিয়ামোভা (আইকা, কাজাখস্তান)

সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): জাফর পানাহি ও নাদের সায়েভার (থ্রি ফেসেস, ইরান) এবং অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ লাজ্জারো, ইতালি)

জুরি প্রাইজ: কেপারনম (নাদিন লাবাকি, লেবানন)

বিশেষ পাম দ’র: দ্য ইমেজ বুক (জ্যঁ-লুক গদার, ফ্রান্স)

সেরা অভিনেত্রী সামাল ইয়েসলিয়ামোভা

এবারের উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে অস্ট্রেলিয়ার চার্লস উইলিয়ামস পরিচালিত ‘অল দিস ক্রিয়েচার্স’। এই বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে চীনের ওয়েই শুজুন পরিচালিত ‘অন দ্য বর্ডার’।

কানের অন্যতম আরেকটি বিভাগ হচ্ছে আঁ সার্তেন রিগার্দ। এই বিভাগে বিজয়ীরা হলেন-

সেরা চলচ্চিত্র: বর্ডার (আলি আব্বাসি, সুইডেন)

সেরা চিত্রনাট্য: সোফিয়া (মরিয়ম বেনেমবারেক, মরক্কো)

সেরা অভিনয়: ভিক্টর পলস্টার (গার্ল, বেলজিয়াম)

সেরা পরিচালক: সের্গেই লজনিৎসা (ডনবাস, রাশিয়া)

জুরি স্পেশাল প্রাইজ: দ্য ডেড অ্যান্ড দ্য আদারস (জোয়াও সালাভিজা ও রেনে নাদের মেসোরা, ব্রাজিল)

ক্যামেরা দ’র: লুকাস দোন্ত (গার্ল, বেলজিয়াম)

জুরি সদস্যদের সঙ্গে বিজয়ীরা

এবারের ফিপরেস্কি পুরস্কার জিতেছেন:

প্রতিযোগিতা বিভাগ: বার্নিং (লি চ্যাং-ডং, দক্ষিণ কোরিয়া)

আনসার্তেন রিগার্দ বিভাগ: গার্ল (লুকাস দোন্ত, বেলজিয়াম)

প্যারালাল সেকশন (ক্রিটিকস উইক): ওয়ানডে (সোফিয়া সিলাগি, হাঙ্গেরি)

ইকুমেনিকাল জুরি: কেপারনম (নাদিন লাবাকি, লেবানন)

স্পেশাল মেনশন (ইকুমেনিকাল জুরি): ব্ল্যাকক্ল্যান্সম্যান (স্পাইক লি, যুক্তরাষ্ট্র)

কেআই/

  • সর্বশেষ
  • পঠিত