ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

তাজিনকে নিয়ে ববি হাজ্জাজের স্মৃতিচারণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০১৮, ২১:১৫

তাজিনকে নিয়ে ববি হাজ্জাজের স্মৃতিচারণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও টিভি উপস্থাপক তাজিন আহমেদ আর নেই। মঙ্গলবার বিকাল চারটা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর এই খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ হঠাৎ করেই অভিনয় থেকে দূরে চলে গিয়েছিলেন। গত বছর ববি হাজ্জাজের নতুন রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে’ (এনডিএম) যোগ দিয়েছিলেন তাজিন আহমেদ। পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদ।

তিনি তাজিনের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদ(৪৩) এর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এনডিএম পরিবার মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছে।’

জানা যায়, তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না। হঠাৎ করেই দুপুর ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্যসূত্র : এনডিএমের অফিসিয়াল ফেসবুক পেইজ

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত