ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০১৮, ১৩:৩০  
আপডেট :
 ১৭ জুন ২০১৮, ১৩:৪৬

টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান

ঈদকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বর্নাঢ্য আয়োজনের ব্যবস্থা করে। দর্শকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে আয়োজনের কমতি রাখে না চ্যানেলগুলো। সিনেমা, নাটক, সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানসহ থাকে আরো বাহারি অনুষ্ঠান।

টেলিভিশন চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠান নিয়েই আমাদের এই আয়োজন। চলুন জেনে নেয়া যাক, ঈদের দ্বিতীয় দিন কোন চ্যানেলে কী অনুষ্ঠান কখন প্রচার হবে...

বৈশাখী টেলিভিশন:

সকাল ১১টায় ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সোনালী দিনের স্বর্ণালী গান’। দিঠি আনোয়ারের উপস্থাপনায় গান পরিবেশন করবেন সালমা ও আশিক। দুপুর ২টা ২০মিনিটে বাংলা সিনেমা ‘হৃদয়ের কথা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা ও মনিরা মিঠু প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ব্রেক ফেইল-৩’। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাজু খাদেম, মিশু সাব্বির, সিদ্দিকুর রহমান, অহনা, রুমি প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘মায়া গাছ’। অনন্য ইমন পরিচালিত এই নাটকে আছেন রওনক হাসান ও সুমাইয়া শিমু। রাত ১০টা ৩০ মিনিটে সাত দিনের ধারাবাহিক নাটক ‘মিস আমলাপাড়া’। মিলন ভট্ট পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মিলন ভট্ট, শখ, কচি খন্দকার ও জামিল প্রমুখ।

চ্যানেল আই:

দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’। রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন পূর্ণিমা, মামনুন ইমন, প্রাণ রায়, রাইসুল ইসলাম আসাদ ও সাবেরী আলম প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিচালনা ও উপস্থাপনায় আছেন শাইখ সিরাজ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘অমিত্রাক্ষর’। আবুল হায়াতের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, ইরফান সাজ্জাদ ও আবুল হায়াত প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘একটি রঙিন দিন’। রাজিব রসুলের পরিচালনায় এই নাটকে অভিনয়হ করেছেন সালাহউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, দিলারা জামান ও সোহেল খান প্রমুখ।

বাংলাভিশন:

দুপুর ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘জলসাঘর’; রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন; অভিনয়ে: অপূর্ব, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারী মম প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে স্বল্প বিরতির বাংলা চলচ্চিত্র ‘এক টাকার দেনমোহর’; অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, সুচরিতা, সোহেল রানা, নতুন প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে ঈদ উপলক্ষে স্বল্প বিরতির নাটক ‘দোহাই লাগে লায়লা’; রচনা: প্রিন্স এ আর; পরিচালনা: খায়রুল পাপন; অভিনয়ে: জন, তিশা প্রমুখ।

এটিএন বাংলা:

বিকাল ৩টায় বাংলা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’; পরিচালনা: দীপঙ্কর দীপন; অভিনয়ে: মাহিয়া মাহি, আরিফিন শুভ, আলমগীর, আফজাল হোসেন, মিশা সওদাগর। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘নূরুল আলমের বিয়ে’; রচনা: বদরুল আনাম সৌদ; পরিচালনা: আরিফ খান; অভিনয়ে: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা। রাত ১০টা ৩০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’; পরিচালনা: রুমানা আফরোজ। রাত ১১টা ৩০মিনিটে টেলিফিল্ম ‘ধন্যবাদ স্যার’; রচনা ও পরিচালনা: আকাশ রঞ্জন।

এনটিভি:

দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- শেষ পর্যন্ত। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে- অপূর্ব, মম। রাত ৮টা ৫ মিনিটে নাটক- অনুভবে। রচনা ও পরিচালনা : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে- আরফান নিশো, শবনম ফারিয়া। রাত ১১টা ১০ মিনিটে নাটক- মনোয়ারের ভ্রমণ বিড়ম্বনা। রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা সাখাওয়াৎ মানিক। অভিনয়ে- জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, নাঈম।

এসএ টিভি:

দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- অঞ্জলি। পরিচালনা শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে- তানজিন তিশা, তৌসিফ। রাত ৮টা ৫০ মিনিটে নাটক- শুভমিতার একদিন। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে- রওনক হাসান, মম।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত