ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

টেলিভিশনে ঈদের তৃতীয় দিনের অনুষ্ঠান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০১৮, ১৩:৩১  
আপডেট :
 ১৮ জুন ২০১৮, ১৩:৪৭

টেলিভিশনে ঈদের তৃতীয় দিনের অনুষ্ঠান

ঈদকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বর্নাঢ্য আয়োজনের ব্যবস্থা করে। দর্শকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে আয়োজনের কমতি রাখে না চ্যানেলগুলো। সিনেমা, নাটক, সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানসহ থাকে আরো বাহারি অনুষ্ঠান।

টেলিভিশন চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠান নিয়েই আমাদের এই আয়োজন। চলুন জেনে নেয়া যাক, ঈদের তৃতীয় দিন কোন চ্যানেলে কী অনুষ্ঠান কখন প্রচার হবে...

বৈশাখী টেলিভিশন:

দুপুর ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘প্রেমিক নাম্বার ওয়ান’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত দিনের ধারাবাহিক ‘ঘরজামাই’। মারুফ মিঠুর পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীলাঞ্জনা ও মনিরা মিঠু প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘বিয়ে হইতে সাবধান’। লিটু সোলায়মান পরিচালিত এ নাটকে আছেন আমিরুল হক চৌধুরী, আল মনসুর, হাসান জাহাঙ্গীর, নাজিরা মৌ ও দিলু প্রমুখ। রাত ১১টা ৪৫মিনিটে বাংলা সিনেমা ‘দুই বধু এক স্বামী’।

চ্যানেল আই:

দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কখন থামবে কোলাহল’। হিমেল আশরাফ পরিচালিত এ নাটকে আছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সুর সতীন’। সাইদুর রহমান রাসেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী, আল মনসুর ও ডলি জহুর প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘বাবার জুতা’। তানিয়া আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাফা কবির, এ্যালেন শুভ্র ও মোমেনা প্রমুখ।

বাংলাভিশন:

দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘গুলনেহার’; রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ; অভিনয়ে: ভাবনা, রওনক হাসান, লুৎফর রহমান জর্জ, রুনা খান, অ্যালেন শুভ্র, দিলারা জামান প্রমুখ। বিকাল ৫টা ১৫ মিনিটে ঈদ উপলক্ষে উপমহাদেশের বরেণ্য সঙ্গীত ও অভিনয় ব্যক্তিত্ব অঞ্জন দত্তের সাথে তার গান, সিনেমা ও নানা অজানা বিষয় নিয়ে অনুষ্ঠান ‘বেলা বোস তুমি পারছ কি শুনতে’; উপস্থাপনা: মিথিলা। রাত ৭টা ৫০ মিনিটে স্বল্প বিরতির নাটক ‘নীল গ্রহ’; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়ে: মাহফুজ আহমেদ, অপি করিম প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে স্বল্প বিরতির নাটক ‘তোমাকে চাই’; রচনা: মেহরাব জাহিদ; পরিচালনা: মুরসালিন শুভ; অভিনয়ে: মোশাররফ করিম, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, অপর্না ঘোষ, স্নিগ্ধা মোমিন প্রমুখ।

এটিএন বাংলা:

দুপুর ১টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ঈদ এসেছে; পরিচালনা: নাহিদ রহমান। বিকাল ৩টায় বাংলা সিনেমা ‘সোনা বন্ধু’; পরিচালনা: জাহাঙ্গীর আলম সুমন; অভিনয়ে: পরীমনি, ডিএ তায়েব ও পপি। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘রমজান ভাই পাবলিক ফিগার’; রচনা: আপেল মাহমুদ; পরিচালনা: শেখ সেলিম; অভিনয়ে: জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা ও কাদেরী।

এসএ টিভি:

দুপুর ২টা ২০ মিনিটে টেলিছবি- আঁচড়। পরিচালনা ইমেল হক। অভিনয়ে- পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি। রাত ৮টা ৫০ মিনিটে নাটক- লাভার ইন ম্যানডেল। পরিচালনা আশফাক নিপুণ। অভিনয়ে- মেহজাবীন, আফরান নিশো।

দীপ্ত টিভি:

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নাটক- টকিং মেশিন। অভিনয়ে- ইরফান সাজ্জাদ, সাবিলা নূর। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক- ইংলিশ টিচার। পরিচালনা রাজু খান। অভিনয়ে- শ্যামল মাওলা, আরফান আহমেদ। রাত ১১টায় নাটক- ভিলেজ কাপ। রচনা ও পরিচালনা ইফতেখার শুভ। অভিনয়ে- ফারুক আহমেদ, আ খ ম হাসান। রাত ১২টায় নাটক- পাওয়ারফুল। অভিনয়ে- মোশাররফ করিম, শামীম জামান।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত