ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

টিভি পর্দায় ঈদের ষষ্ঠ দিন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১২:২৮  
আপডেট :
 ২১ জুন ২০১৮, ১৫:২৬

টিভি পর্দায় ঈদের ষষ্ঠ দিন

আজ ঈদের ষষ্ঠ দিন। টিভি চ্যানেলগুলোতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আয়োজনের খবরাখবর তুলে ধরা হলো।

চ্যানেল আই

টেলিফিল্ম কী জানি কী হয়!

দুপুর ২টা ৩০ মিনিট। রচনা ও পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

টেলিফিল্ম ভ্যারাইটি শো

বিকেল ৪টা ৩০ মিনিট। রচনা ও পরিচালনা রাজিব হাসান। অভিনয়ে সজল, তানজিন তিশা।

নাটক রাজু মাস্তান

প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনা নুর ইমরান মিঠু। অভিনয়ে অপু, জেসিয়া ইসলাম।

আরটিভি

নাটক শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে

প্রচার হবে সন্ধ্যা ৭টা ১০ মিনিট। রচনা মেহরাব জাহিদ, পরিচালনা মোরসালিন শুভ।

নাটক ঘাউরা মজিদ হানিমুনে

প্রচার হবে রাত ৮টা ৩৫ মিনিটে। পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, মম।

নাটক কতটা পথ পেরুলে

প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে নিশো, মেহজাবিন।

সেলিব্রিটি শো ঝাল টক প্রচার হবে বিকেল ৫টা ২০ মিনিটে। অতিথি নুসরাত ফারিয়া। উপস্থাপনায় রাবা খান।

এটিএন বাংলা

সিন্দুকের চাবি

এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক সিন্দুকের চাবি। রানা জাকারিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। অভিনয়ে আবুল হায়াত, নাইম, তানজিকা, মাজনুন মিজান, তানিয়া সুলতানা স্নেহা, শামীম।

এনটিভি বিশেষ অনুষ্ঠান

অদ্ভুত সুন্দর এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ফুটবল নিয়ে বিশেষ অনুষ্ঠান অদ্ভুত সুন্দর। সারিকা ইকবালের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।কিছু ফুটবল পাগল মানুষকে নিয়ে সাজানো হয়েছে বিশেষ এই অনুষ্ঠান।

জিটিভি

হাত বাড়ালেই ভালোবাসা

আজ রাত ৮টা প্রচার হবে নাটক হাত বাড়ালেই ভালোবাসা। সহিদ উন নবীর পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, উর্মিলা প্রমুখ।

বৈশাখী টিভি

চতুর্থ শ্রেণির ধর্মঘট

আজ বৈশাখী টিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক চতুর্থ শ্রেণির ধর্মঘট। রচনা ও পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, নাদিয়া নদী, জুলফিকার চঞ্চল, বড়দা মিঠু, নাজিরা মৌ প্রমুখ।

বাংলাভিশন

কমলার বনবাস

সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম কমলার বনবাস। বাংলাভিশনে প্রচার হবে আজ বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো, মৌসুমী হামিদ, ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনিরা মিঠু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত