ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আনকাট ছাড়পত্র নিয়ে 'ভাইজান এলো রে'

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ২৩:৩৫

আনকাট ছাড়পত্র নিয়ে 'ভাইজান এলো রে'

এবারের ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পেয়েছে দুই বাংলার মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি 'ভাইজান এলো রে'। একই সময়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনীর কথা থাকলেও আইনের মারপ্যাঁচে তা আর সম্ভব হয়নি।

এরই মধ্যে জানা গেল, বাংলাদেশে এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেন্সরে জমার পর সেন্সর ছাড়পত্র পেয়েছে এ ছবিটি। শাকিবের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার।

জানা গেছে, গত বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়া হয়। সোমবার দুপুরে ছবিটি চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়। ফলে চুলচেরা বিশ্লেষণের পর সেন্সর সদস্যরা বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র প্রদান করেন।

আগামী শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠান সূত্র জানায়, ‘ভাইজান এলো রে’ কত হলে মুক্তি পাবে সেটা আরো দু'দিন পর বলা যাবে।

'ভাইজান এলো রে' ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খান শাকিবকে। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। এতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত