ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ঈদের দিন টেলিভিশনে যা থাকছে

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০১৮, ০০:৩৪  
আপডেট :
 ২২ আগস্ট ২০১৮, ১৪:১০

ঈদের দিন টেলিভিশনে যা থাকছে

আজ পবিত্র ঈদুল আজহা। আর ঈদ এলেই বিনোদনমূলক অনুষ্ঠানে ভরপুর থাকে দেশিয় টেলিভিশন চ্যানেল। বরাবরের মতো এবারো বিনোদনমূলক অনুষ্ঠানসূচী রয়েছে চ্যানেলগুলোতে।

টিভি পর্দায় যা যা থাকছে: আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা বাংলাদেশি মডেলদের নিয়ে যমুনা টেলিভিশনে থাকছে ‘স্টার টাইম শিরোনামে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিয়েছেন ভারতে নিয়মিত কাজ করা বাংলাদেশি মডেল আসিফ আজিম। তার সঙ্গে থাকবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা জেসিয়া ইসলাম। এছাড়া থাকছেন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা জনপ্রিয় মডেল পিয়া। অনুষ্ঠানটি ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে।

ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে আবুল হায়াত পরিচালিত নাটক ‘আপোষ। রাবেয়া খাতুনের গল্পে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, শবনম ফারিয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু প্রমুখ।

বাংলাভিশনের ঈদ আয়োজনে এস এ হক অলীক নির্মাণ করেছেন নাটক ‘আহা রে একটুসখানি প্রেম’। নাটকটি রচনাও করেছেন তিনি। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নিপুন, নাদিয়া প্রমুখ। নাটকটি ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে।

এটিএন বাংলায় রাত ৮টা ৩০ মিনিটে থাকছে নন্দিত উপস্থাপক হানিফ সংকেত রচিত ও পরিচালিত নাটক ‘শেষ অশেষের গল্প’। নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, রিয়াজ, মীর সাব্বির, কুসুম শিকদার, শুভাশীষ ভৌমিক, শামীম, রকিবুল হাসান প্রমুখ।

আরটিভিতে প্রচার হবে মোশাররফ করিম অভিনীত বিশেষ নাটক ‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’। আকাশ রঞ্জনের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান, এ্যানি খান প্রমুখ। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।

ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গাজী টিভিতে প্রচার হবে চয়নিকা চৌধুরী পরিচালিত বিশেষ নাটক ‘তোমার আমার কথা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রিচি, শাহেদ প্রমুখ।

দেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেমিক বিশু পাগলা’। ইমেল হকের রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাবিলা, হিন্দোল রায় প্রমুখ।

দীপ্ত টিভির ঈদ আয়োজনে প্রচার হবে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘হিরো কেন ভিলেন’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রিচি, ডা. এজাজ, শামীমা নাজনীন, নাবিলা, আবদুল্লাহ রানা প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৩০মিনিটে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে।

নাটক ‘হিরো আকরাম’ প্রচারিত হবে নাগরিক টিভিতে। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, সাজু খাদেমসহ অনেকেই। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। বৈশাখী টিভিতে প্রচার হবে আলমগীর আহসানের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, জামিল, মৌসুমী হামিদ, আলভী, চিত্রলেখা গুহ, আমিরুল হক চৌধুরী প্রমুখ। ঈদের দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটির প্রথম পর্ব।

তাছাড়া আলাদাভাবে প্রতিটি চ্যানেলে থাকছে সংগীতানুষ্ঠান , সেলিব্রেটি শো ও ম্যাগাজিন

বিটিভি: বিকেল ৩টায় যুগলবন্দি: গাইবেন সুবীর নন্দী-প্রিয়াংকা বিশ্বাস, খুরশীদ আলম-সুস্মিতা সাহা, রফিকুল আলম-নন্দিতা, শুভ্রদেব-অনন্যা আচার্য্য, রুমানা-ইউসুফ, আবিদা সুলতানা-প্রতীক হাসান, লিনু বিল্লাহ-পুতুল ও শামীমা পারভীন-মুনির। রাত ১০টা ২০ মিনিটে আনন্দমেলা: গ্রন্থনা ও পরিকল্পনা হারুন রশীদ। উপস্থাপনায় ফেরদৌস ও পূর্ণিমা। গাইবেন এলআরবি, বালাম, কোনাল, কনা, আঁখি আলমগীর, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, নুসরাত ফারিয়া, পলাশ, রিংকু, অংকন, ওয়ার্দা রিহাব প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছায়াছন্দ : চলচ্চিত্রের গান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অফট্র্যাক মমতাজ: মমতাজের একক সংগীতানুষ্ঠান। উপস্থাপনা আফসানা মিমি।

চ্যানেল আই: সকাল ৯টা ৩০ মিনিটে ঈদ আনন্দ: উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী।

রাত ১১টা ৪৫ মিনিটে ভালোবাসার বাংলাদেশ—পর্ব ১: উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেবেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা। বিকেল ৫টা ৪০ মিনিটে কোকিলকণ্ঠে লালন: লালনের গান নিয়ে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান। উপস্থাপনায় রেজওয়ানা চৌধুরী বন্যা।

একুশে টিভি: সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তারকার হাট: অংশগ্রহণে নিরব, ইমন ও তমা মির্জা। উপস্থাপনায় সোনিয়া হোসেন। রাত ১২টায় ফোনোলাইভ স্টুডিও কনসার্ট: গাইবেন আঁখি আলমগীর।

বাংলাভিশন: বিকেল ৫টা ১৫ মিনিটে উৎসব-আনন্দে প্রিয় মুখের সাথে: অতিথি ফেরদৌস, অপু বিশ্বাস, নিপুণ ও নিরব। উপস্থাপনায় মৌটুসী বিশ্বাস।

এনটিভি: রাত ৯টা ৫ মিনিটে চেনা পথের বাইরে : গাইবেন বাপ্পা মজুমদার, কোনাল। উপস্থাপনা নুজহাত সাওম।

বৈশাখী টিভি: সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের গান: গাইবেন মমতাজ। সকাল ৯টা ১০ মিনিটে নাটকের গান : বৈশাখী টেলিভিশনে প্রচারিত নাটকের জনপ্রিয় গান। সকাল ৯টা ৩৫ মিনিটে প্রিয় শিল্পীর সেরা গান: গাইবেন সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী ও ভারতের ব্যান্ড দোহার। উপস্থাপনা অনন্যা প্রীতি। সকাল ১১টা গানে গানে ঈদ আনন্দ : অংশগ্রহণে ফকির শাহাবুদ্দিন ও সালমা। উপস্থাপনায় লাবন্য। দুপুর ১টায় শুধু সিনেমার গান।

দেশ টিভি: বিকেল ৩টায় সুর আর গান : সরাসরি গাইবেন সিঁথি সাহা ও অপু। রাত ৮টা ৪৫ মিনিটে লিজেন্ডস অব রক: ব্যান্ড মাইলস। রাত ৯টা ৪৫ মিনিটে মিউজিক্যাল লাইভ : সরাসরি গাইবেন শাওন। উপস্থাপনা শ্রাবণ্য তৌহিদা।

চ্যানেল নাইন: বিকেল ৪টায় সিনেবিট।

এসএ টিভি: রাত ৯টা ৩০ মিনিটে আমার নায়ক—পর্ব ১: অতিথি জায়েদ খান। উপস্থাপনায় পরীমণি। রাত ১১টা ৩০ মিনিটে গান সময়।

দীপ্ত টিভি: সকাল ৮টা ও বিকেল ৫টায় নাচের লড়াই: নারী ও পুরুষ তারকাদের নাচের লড়াই। ছেলেদের দলনেতা নিরব, মেয়েদের দলনেত্রী মেহজাবীন। ১৪ জন তারকার ৯টি পারফরম্যান্স থাকবে। উপস্থাপনায় লাবণ্য ও নীরব খান। দুপুর ১২টা ৩০ মিনিটে আমাদের ছবি আমাদের গান ঈদের ছবির গান। উপস্থাপনা নীরব খান।

নাগরিক টিভি: সকাল ৯টায় গান বাক শো : আইয়ুব বাচ্চুর উপস্থিতিতে তার জনপ্রিয় গানের ভিডিওর পাশাপাশি দেখানো হবে এই সময়ের গান। উপস্থাপনা জাহারা মিতু। রাত ১১টায় গানের মেলা: সরাসরি গাইবেন মমতাজ। উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস পিয়া।

আরটিভি: বিকেল ৫টা ২০ মিনিটে গেম অ্যান্ড ফেম: অতিথি নিরব, আইরিন, হিমি, পুতুল, ঝিলিক ও চৌধুরী জাফরউল্লাহ্ শারাফাত।

জিটিভি: রাত ৯টায় সেলিব্রিটি শো। মাছরাঙারাত ৮টায় স্টার নাইট: অতিথি অভিনেত্রী মৌসুমী। উপস্থাপনায় মারিয়া নূর।

  • সর্বশেষ
  • পঠিত