ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যাদের হাতে উঠলো অ্যামি অ্যাওয়ার্ড

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২

যাদের হাতে উঠলো অ্যামি অ্যাওয়ার্ড

অনুষ্ঠিত হয়ে গেলো সম্মানজনক অ্যামি অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। সোমবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ৭০তম অ্যামি অ্যাওয়ার্ড।

কলিন জোস্ট ও মাইকেল চে’র সঞ্চালনায় বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। এবারের আসরে ‘গেম অব থ্রোনস’ সর্বোচ্চ ২২টি মনোনয়ন পেলেও বিজয়ের মঞ্চে বাজিমাত করতে পারেনি। গুরুত্বপূর্ণ তিনটি শাখায় বিজয়ী হয়েছে কমেডি সিরিজ দ্য মার্ভেলাস মিসেস মেইসেল।

যাদের হাতে উঠলো অ্যামি অ্যাওয়ার্ড:

সেরা কমেডি সিরিজ : দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

সেরা ড্রামা সিরিজ : গেম অব থ্রোনস

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : ড্যারেন ক্রিস, দ্য অ্যাসাসিনেশন অব জিয়ান্নি ভারসাচি : আমেরিকান ক্রাইম স্টোরি

সেরা অভিনেত্রী (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা) : রেজিনা কিং, সেভেন সেকেন্ডস

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা) : জেফ ড্যানিয়েল, গডলেস

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা) : মেরিট ওয়েভার, গডলেস

সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : বিল হ্যাডার, ব্যারি

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : র‌্যাচেল ব্রোনাহান, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : হেনরি উইঙ্কলের, ব্যারি

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যালেক্স বোরস্টেইন, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : ম্যাথিউ রিস, দ্য আমেরিকানস

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : ক্ল্যারে ফয়, দ্য ক্রাউন

পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ) : পিটার ডিংকলেজ, গেম অব থ্রোনস

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : থানডি নিউটন, ওয়েস্টওয়ার্ল্ড

সেরা লিমিডেট সিরিজ : দ্য অ্যাসাসিনেশন অব জিয়ান্নি ভারসাচি : আমেরিকান ক্রাইম স্টোরি

সেরা ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

সেরা রিয়েলিটি সিরিজ : স্যাটারডে নাইট লাইভ

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত