ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

সালমান শাহ’র সেরা ৫টি গান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৭  
আপডেট :
 ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০

সালমান শাহ’র সেরা ৫টি গান

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় রোমান্টিক নায়ক সালমান শাহ’র জন্ম ও মৃত্যু দুইটিই সেপ্টেম্বর মাসে। এই নায়কের মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা কমেনি। তার জন্মদিনে দেখে নিন তার চলচ্চিত্রের সেরা পাঁচটি গান।

‘কেয়ামত থেকে কেয়ামত’১৯৯৩ সালে ঈদে রেকর্ড ব্যবসা করেছিল। ছবিটির ‘এখন তো সময় ভালোবাসার’ গানটি এখনো প্রেমিক হৃদয়ে দোলা দিয়ে যায়। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও আগুন।

সালমান শাহ ও শাবনূর অভিনীত এম এ খালেকের পরিচালনায় ‘স্বপ্নের ঠিকানা’ ছবির গান ‘এই দিন সেই দিন’ গানটি গেয়েছেন এন্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

‘বিচার হবে’ পরিচালনা করেন শাহ আলম কিরণ। এ ছবির ‘আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে’ এখনো অনেকে গুণগুণ করেন। মিল্টন খন্দকারের কথায় গানটি সুর করেছেন আলম খান। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

সালমান শাহ ও শাবনূরের ‘তোমাকে চাই ’ চলচ্চিত্রের ‘বাজারে যাচাই করে দেখি নি তো দাম’ গানটি গেয়েছেন শিল্পী কনকচাঁপা।

সালমান শাহ ও অভিনেত্রী শিল্পী অভিনীত ‘প্রিয়জন’ ছবির গান ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি সে সময়ে রোমান্টিক গানগুলোর মধ্যে অন্যতম ছিল। গানটিতে কন্ঠ দিয়েছিলেন এন্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত