ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অস্কারে যাচ্ছে ‘ডুব’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০২

অস্কারে যাচ্ছে ‘ডুব’

অস্কারের ৯১তম আসরে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে ‘ডুব’। রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র ও রোকেয়া প্রাচী প্রমুখ।

অস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিবছর ছবি নির্বাচন করা হয়। এবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দুটি ছবি জমা পড়ে—মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ আর নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’।

প্রসঙ্গত, আগামী বছরে ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে দেওয়া হবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস। অস্কারের এই প্রতিযোগিতার আয়োজন করছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত