ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

‘দেবী’ আসবে ৩০ হলে

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ০১:১৪

‘দেবী’ আসবে ৩০ হলে

আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত সরকারী অনুদানপ্রাপ্ত এই ছবিটি এরইমধ্যে দর্শকদের কাছে বেশ আলোচিত হয়ে উঠেছে। দর্শকদের আগ্রহকে বিবেচনায় রেখেই থেকেই ছবিটির প্রচারণা চলছে নানা মাধ্যমে। ফেসবুক, টুইটার, ইউটিব, টেলিভিশন, ফ্যাশন শো এমন নানা মাধ্যমে চলছে এর প্রচারণা। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি এটি।

এখন আর মাত্র ১ দিন বাকি রয়েছে ছবিটির মুক্তির। আর এখন দর্শকদের মনে আগ্রহ জন্মেছে কয়টি হলে বা কোন কোন হলে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি ?

জাজ মাল্টিমিডিয়া থেকে জানা যায়, এখন পর্যন্ত ঢাকার মধুমিতা, বলাকা, শ্যামলীসহ ২৮টি হলে ছবিটি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তবে ছবিটির প্রযোজনা সংস্থা সূত্রে আরো জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ আরো বেশকিছু হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেই ক্ষেত্রে ছবিটি সবমিলিয়ে প্রায় ৩০টি হলে মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে।

এ প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘আমরা এখনো নিশ্চিত নই মোট কতগুলো হলে ছবিটি মুক্তি পাচ্ছে। যেহেতু এখনও ছবিটির বুকিং এর কাজ চলছে। তবে এখন পর্যন্ত এটুকু বলতে পারি দেশের সব বড় হল এবং সিনেপ্লেক্সেই ‘দেবী’ মুক্তি পাচ্ছে’।

কালজয়ী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সরকারি অনুদান নিয়ে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র ব্যানারে নিমির্ত হয়েছে ছবিটি। অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আর রানুর ভূমিকায় জয়া আহসান ও নীলুর ভূমিকায় দেখা যাবে শবনম ফারিয়াকে। এ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ আরো অনেকে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত