ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

নিজেকে ‘গিটারিস্ট’ ভাবতেই পছন্দ করতেন আইয়ুব বাচ্চু

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১১:৩৩  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০১৮, ১১:৪৩

নিজেকে ‘গিটারিস্ট’ ভাবতেই পছন্দ করতেন আইয়ুব বাচ্চু

সদ্য পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়া সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, নিজেকে একজন ‘গিটারিস্ট’ হিসেবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করতেন। যদিও সুর ও সঙ্গীতে সবগুলো শাখাতেই তার পদচারণা ছিলো। আইয়ুব বাচ্চু একাধারে তিন দশকের বেশি সময় ধরে সঙ্গীতের ভূবনে কাজ করেছেন।

‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড গঠনের মাধ্যমে প্রকাশ্যে আসেন আইয়ুব বাচ্চু। যদিও এর আগে বন্ধুবান্ধবদের সাথে গোল্ডেন বয়েজ, আগলি বয়েজ, স্পাইডার নামের বিভিন্ন ব্যান্ড দল গড়েছিলেন তিনি।

ফিলিংস-এর হয়ে চট্টগ্রামে একটি হোটেলে গান করতেন তারা। এরপর ১৯৮০ সালে সোলস-এ কাজ শুরু করেন।

হার্ড রক ধরনের গান করার জন্য ১৯৯০ এর দশকে তিনি এলআরবি গঠন করেন। সেসময় ১৯৯১ সালে এলআরবি নামে একটি অ্যালবাম বের করেন তারা।

বাচ্চুর সংগীতের অনুপ্রেরণা ছিলেন জিমি হেন্ডরিক্স, জো স্যাটরিনি, স্টিভ মুর এমন অনেকেই। তবে তিনি তাদের গানের অনুকরণ করতে চাননি।

মূলত রক ঘরনার গান করলেও আধুনিক, ক্ল্যাসিকাল, লোকগীতি ইত্যাদি ঘরনার গানও করেছেন বাচ্চু। এধরনের গানের ক্ষেত্রেও শ্রোতাদের সাড়া পেয়েছেন প্রচুর ।

আব্দুল আলীম-এর একটি অ্যালবাম রিমেক করেছেন তিনি, এবং সেখানে শ্রোতাদের প্রচুর সাড়াও পেয়েছিলেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত