ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

আমাকে হিরো বলে ডাকতেন: ফেরদৌস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:০১  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০১৮, ১৬:১৩

আমাকে হিরো বলে ডাকতেন: ফেরদৌস

আইয়ুব বাচ্চু। নক্ষত্রসম একটি নাম। একটি উজ্জ্বলতম ব্যতিক্রমী ব্যক্তিত্বও। বাংলাদেশের সংগীতে তার শূণ্যতা পূরণ হবার নয়। তিনি ছিলেন একজন লিজেন্ড। দেখা হলেই আমাকে হিরো বলে ডাকতেন এভাবেই নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন চলচিত্র অভিনেতা নায়ক ফেরদৌস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে এই অসামান্য সঙ্গীতপ্রতিভার। তার মৃত্যুতে বাংলা ব্যান্ড সঙ্গীতের আকাশে যেন নেমে এসেছে আঁধার। ঝরে পড়েছে হৃদয়ছোঁয়া সুরের দিশারীময় সবচেয়ে উজ্জ্বলতম তারকাটি।

আইয়ুব বাচ্চু সম্পর্কে স্মৃতিচারন করে জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, ‘আমার এক কাপ চা মুভিতে তার প্লেব্যাক গান ছিল। শেষ যেদিন তার সাথে দেখা হয় তিনি আমাকে বলেছিলেন, ‘হিরো এত সুন্দর একটা গান গেয়ে দিলাম, আর সিনেমাতে এটা কি করলা। যদি পারো গানটি নিয়ে আবার কাজ কইরো, ফুটিয়ে তুইলো।’

‘ওই গানটা নিয়ে কাজ শুরু করেছি। কিন্তু আফসোস তাকে আর দেখাতে পারলাম না’ বলেন ফেরদৌস।

আইয়ুব বাচ্চুর সাথে সর্বশেষ কাজ হয় গত ঈদে। আমি আর নায়িকা পূর্ণিমা উপস্থাপনায় ছিলাম। এরপর তার সাথে আর কাজ করা হয়নি।

এনএসএস/ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত