ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

জাতিসংঘের সিরিয়া প্রস্তাবে রাশিয়ার ভেটো

জাতিসংঘের সিরিয়া প্রস্তাবে রাশিয়ার ভেটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্তের ওপর আনা প্রস্তাবটি রাশিয়ার ভেটোর মুখে বাতিল হয়ে গেছে। ফলে দেশটিতে আপাতত: আর তদন্ত চালাতে পারছে না জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যৌথভাবে প্রস্তবটি এনেছিলো যুক্তরাষ্ট্র এবং পরমাণবিক অস্ত্র নিরস্ত্রিকরণ সংস্থা (ওপিসিডব্লিউ)। জাতিসংঘের অস্ত্র বিশেষজ্ঞ দলটি ২০১৫ সালে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় এতদিন ধরে দেশটিতে তদন্ত চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার মধ্যরাতেই এর মেয়াদ শেষ হয়ে যায়।

এর আগেই চুক্তির মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে ওই নতুন প্রস্তাবটি তোলা হয়েছিলো। নিরাপত্তা পরিষদের ১১ সদস্যের মধ্যে সাতজনই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে বিপক্ষে ভোট দেয় সিরিয়ায় আসাদ সরকারের মিত্র বলে পরিচিত রাশিয়া। আর ভোট দানে অনুপস্থিত ছিলো দুই সদস্য দেশ।

ভোটাভুটি শেষে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেন, এ নিয়ে মোট দশবার সিরিয়ার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া। আর সিরিয়ায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত তদন্তের ওপর আনা জাতিসংঘ প্রস্তাবে রাশিয়া প্রতিবন্ধকতা তৈরি করেছে মোট চারবার। মার্কিন রাষ্ট্রদূত অভিযোগ করে আরো বলেন, রাশিয়ার বাধার কারণে দেশটিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ করতে পারছে না আন্তর্জাতিক সম্প্রদায়। এটা এখন স্পষ্ট যে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার সমর্থন করছে মস্কো।

সিরিয়ার প্রেসিডেন্ট বশির আল আসাদের বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের ওপর হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এ নিয়ে কয়েক বছর ধরে তদন্ত চালাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা এবং তারা অভিযোগের সপক্ষে প্রমাণও খুঁজে পেয়েছে।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত