ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রামমন্দিরের চাঁদার হাজার কোটি রুপি আত্মসাৎ

রামমন্দিরের চাঁদার হাজার কোটি রুপি আত্মসাৎ

রামমন্দির নির্মাণের নামে তোলা চাঁদার ১ হাজার ৪০০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার নির্মোহী আখড়ার অন্যতম সদস্য সীতারাম এ অভিযোগ তুলেছেন।

তিনি সংবাদমাধ্যমে বলেন, আত্মসাতের ওই টাকা খরচ করে উত্তর প্রদেশে ক্ষমতায় আসে বিজেপির যোগী আদিত্য নাথ। দুর্নীতির সব প্রমাণ তার কাছে রয়েছে। এখানে বেশ কয়েকটি ভুয়া সংস্থাও বানানো হয়েছে।

নিজেদের ভগবান রামের সন্তান উল্লেখ করে সীতারাম বলেন, আমরা ভগবানের সেবক। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছে। যার মধ্যে অন্তত ১ হাজার ৪০০ কোটি রুপি আত্মসাৎ করেছেন পরিষদের নেতারা। আর এই টাকায় মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ। অথচ তিনি রামমন্দির তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন না।

এদিকে বিশ্ব হিন্দু পরিষদ এ অভিযোগ খারিজ করে দিয়েছে। পরিষদের বিনোদ বনশাল বলেন, রামমন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ কারও কাছ থেকে চাঁদা নেয়নি। তারা প্রকাশ্যে কাজ করছে। তাদের প্রতিটি পয়সার হিসাব রাখা হয়। তাই অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত