ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

গাড়িতে ট্রাম্পবিরোধী স্টিকার, নারী গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ০০:০২  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০১৭, ০০:০৪

গাড়িতে ট্রাম্পবিরোধী স্টিকার, নারী গ্রেপ্তার
ছবি: হিন্দুস্তান টাইমস

গাড়িতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিদ্বেষমূলক লেখাযুক্ত একটি স্টিকার লাগিয়ে গ্রেপ্তার হয়েছে এক মার্কিন নারী। পেশায় তিনি একজন পিকআপ চালক।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম কারেন ফনসেকা। তার বিরুদ্ধে দেখামাত্রই গ্রেপ্তারের ওয়ারেন্ট থাকার কারণে বৃহস্পতিবার তাকে ফোর্ট বেন্ড কাউন্টি জেলে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী।

সারারাত কারাভোগের পর তার কাছ থেকে দেড় হাজার ডলার মূল্যের বন্ডে সই নেয়া হয়।

কিন্তু নিজ অবস্থানে অনড় ওই নারী। তিনি জানান, আমি ওই স্টিকার সরাব না। আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা আমার রাস্তা আটকে দাঁড়িয়েছে কিন্তু এ ব্যাপারে আমাকে তলব করার কোনো সুযোগ নেই তাদের।

৪৬ বছর বয়সী ফনসেকা জানান, ‘এটা কোনো হিংসা বা বিদ্বেষের ফলশ্রুতি নয়। এটা আমাদের বাকস্বাধীনতা। আমরা কথা বলার অধিকার চাই। আর ওই বাক্যগুলোই ছিল তার প্রতি আমাদের মনোভাব।’

ট্রাম্পবিরোধী ওই বক্তব্য বেশ কয়েকবার ভাইরাল হয় অন্তর্জালে। ওই নারী জানান, রাস্তায় অনেক রকম প্রতিক্রিয়া পেয়েছি আমি। বিশেষ করে সাদা চামড়ার লোকেরা আমাকে বিদ্বেষমূলক বাক্যে আক্রমণ করেছে। কিন্তু বেশিরভাগ মানুষই হাসাহাসি করেছে। কেউ কেউ তো এই স্টিকার কোথায় পাওয়া যায় তাও জানতে চেয়েছেন।

‘আমি এটা সরাচ্ছি না কারণ আমি জানি যে আমি কোনো আইন-কানুন ভাঙছি না’, জানান ফনসেকা।

/এসএস/

  • সর্বশেষ
  • পঠিত