ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বসনিয়ার ‘কসাইয়ের’ যাবজ্জীবন কারাদণ্ড

বসনিয়ার ‘কসাইয়ের’ যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধাপরাধের অভিযোগে ‘বসনিয়ার কসাই’ খ্যাত রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল বুধবার এ রায় ঘোষণা করে।

রাতকো ম্লাদিচ বসনিয়ার সাবেক সার্ব বাহিনীর প্রধান ছিলেন। তার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের মধ্যে ১০টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার সময় তিরি আদালতে উপস্থিত ছিলেন না।

ম্লাদিচের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

১৯৯৫ সালে যুদ্ধাপরাধে অভিযোগ ওঠার পর থেকে পালিয়ে ছিলেন ম্লাদিচ। ২০১১ সালের মে মাসে সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিচারের মুখোমুখি করার জন্য হেগের আদালতে পাঠানো হয়।

নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের সময় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে ৭৪ বছর বয়সী ম্লাদিচের বিরুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বলকান যুদ্ধেই ঘটে সবচেয়ে হত্যাকাণ্ড। ১৯৯২-৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় বহু লোককে হত্যার মূল হোতা বলা হয় ম্লাদিচকে।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত