ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

‘‌পাপ করিলে ক্যান্সার হয়’

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ০১:৫৭

‘‌পাপ করিলে ক্যান্সার হয়’
হিমন্ত বিশ্ব শর্মা

‘যারা পাপ করেন তাদেরই ক্যান্সার হয়’ এমনই মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আমামের এক কংগ্রেস নেতাকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, পাপ করলে তার সাজা পেতেই হয়। সে কারণেই ওই কংগ্রেস নেতার ক্যান্সার হয়েছে। ভগবান পাপের সাজা যখন দেন তখন এভাবেই দেন বলেও মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ২০১৫ সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী এই নেতা।

তিনি আরো বলেন, ‘অনেক অল্পবয়সীরাও ক্যান্সারে আক্রান্ত হন। তবে সেটা ব্যাতিক্রম। অনেক সময় মা–বাবার পাপের ফলও ছেলেমেয়েদের ভোগ করতে হয়। সে কারণেই অল্পবয়সে অনেকে ক্যান্সারে আক্রান্ত হন। এটা ভগবানের শাস্তি বলেই দাবি করেছেন তিনি।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘিরে আসামজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। আইনে ডক্টরেট করা এই নেতার এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই।

/এমএম/

  • সর্বশেষ
  • পঠিত