ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‌ডায়নার মূর্তি বসবে কেসিংটন প্যালেসে

‌ডায়নার মূর্তি বসবে কেসিংটন প্যালেসে

ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় রাজবধূ প্রিন্সেস ডায়নার মূর্তি বসবে কেসিংটন প্যালেসে। ২০১৯–এই সেটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডায়নার দুই পুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি।

ইতোমধ্যেই ডায়নার স্ট্যাচুটি তৈরি করার বরাত দেওয়া হয়ে গিয়েছে এক বিখ্যাত শিল্পীকে। মায়ের স্মৃতিকে চিরজীবন্ত করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুই রাজপুত্র।

মৃত্যুর ২০ বছর পরেও ডায়নার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি। তার একাধিক সমাজসেবা মূলক কাজে এখন গুণমুগ্ধ ব্রিটেনবাসী। ১৯৯১–এর ৩১ অগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়না। সেদিন যেন আঁধার নেমে এসেছিল ব্রিটেনে। সেই দিনটিকে আজও শোকে মূহ্যমান থাকে ব্রিটেন। রাজবাড়ির সামনে ডায়নার স্মরণে ফুল মোমবাতি নিয়ে হাজির হন হাজার হাজার ব্রিটিশ। সেই হৃদয়ের রাজবধূকে চিরস্মরণীয় করে রাখতেই দুই রাজপুত্রের এই উদ্যোগ নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করছেন ব্রিটেনবাসী। কারণ এর আগে কোনও রাজবধূর মূর্তি এভাবে রাজবাড়িতে বসেনি।

  • সর্বশেষ
  • পঠিত