ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

এবার সু চির খেতাব ফিরিয়ে নিল ডাবলিন সিটি

এবার সু চির খেতাব ফিরিয়ে নিল ডাবলিন সিটি

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় সমালোচনার মুখে পড়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’অ্যাওয়ার্ড প্রত্যাহার করা হয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ডের তালিকা থেকে সু চির নাম অপসারণ করেন বলে জানিয়েছে বিবিসি।

আয়ারল্যান্ডের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, ৬২ কাউন্সিলরের মধ্যে সু চিকে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন। সু চিকে এ খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপতারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।

গত ২৫ আগস্ট সেনা অভিযানের পর থেকে সহিংসতার কারণে প্রাণ বাঁচাতে রাখাইন থেকে পালিয়ে আসছে মুসলিম রোহিঙ্গারা। এ পর্যন্ত আট লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

রোহিঙ্গাদের রক্ষায় নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চি ভূমিকা না রাখার জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন।

এর আগে নভেম্বরে সু চির ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। এছাড়া অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত