ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সীমান্ত বন্ধ করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৯

সীমান্ত বন্ধ করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন ঘোষণার পরপরই অশান্তির আগুন জ্বলছে ফিলিস্তিন সহ পুরো মুসলিম বিশ্ব জুড়ে।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, গাজার একটি সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। সীমান্তের কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে। এই ক্রসিংটি মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। বৃহস্পতিবার বন্ধ করে দেয়ার কথা রয়েছে এরেজ পেডেস্টেরিয়ান ক্রসিংটিও।

বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। দিনের শুরুতে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ঘণ্টাকয়েক পরে ইসরায়েলের অভ্যন্তর থেকে গাজায় বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এদিন দশবারেরও বেশি হামলা চালানো হয়। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল উত্তর গাজার হামাসের একটি নৌঘাঁটি এবং শাতি শরণার্থী ক্যাম্প সংলগ্ন অন্য একটি সামরিক ঘাঁটি।

ইসরায়েলি হামলায় ওই ঘাঁটিগুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতি ছাড়াও আশাপাশের বাড়িঘরগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আহত হয়েছেন কয়েকজন।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত