ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ইরাকে ৩৮ জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:০১

ইরাকে ৩৮ জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর

বৃহস্পতিবার জঙ্গিবাদী কার্যক্রমের দায়ে ৩৮ জন আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি কারাগারে এই রায় কার্যকর করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমস এর।

গত ২৫ সেপ্টেম্বর একই কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ৪২ জঙ্গির। তারপর থেকে এটিই সেদেশে সবচেয়ে বড় ফাঁসি কার্যকরের ঘটনা।

প্রাদেশিক কাউন্সিলের জ্যেষ্ঠ্য কর্মকর্তা দাখেল কাজেম জানান, 'বৃহস্পতিবার নাসিরিয়া কারাগারে বিচার বিভাগীয় মন্ত্রী হায়দার আল-জামেলির উপস্থিতিতে এই রায় কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তরা প্রত্যেকেই আইএস কিংবা আল-কায়েদা সংশ্লিষ্ট।

উল্লেখ্য, ইরাকে এমন গণহারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত