ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ব্যাংকে চাকরি করছেন, বিয়ের চিন্তা বাদ দিন!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১১:৪৭  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০১৮, ১১:৫০

ব্যাংকে চাকরি করছেন, বিয়ের চিন্তা বাদ দিন!

ব্যাংকে চাকরি করছেন, বিয়ের চিন্তা বাদ দিন! ব্যাংকে চাকরিরতদের বিয়ে না করাই ভালো বলে ফতোয়া দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। কারণ ব্যাংকের মূল উৎস সুদ আর সুদ গ্রহণ ও প্রদান দুইটাই ইসলাম ধর্মে হারাম। সেই হিসেবে ব্যাংকে যারা চাকরি করে তাদের উপার্জনও হারাম।

সম্প্রতি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ এই ফতোয়া দেন যে, যারা ব্যাংকে চাকরি করছেন তারা ইসলাম ধর্মের কাউকে না খুঁজে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে বলেছেন।

সম্প্রতি ভারতের এক ব্যক্তি তার মেয়েকে এক ব্যাংক কর্মকর্তার ছেলের সাথে বিয়ে দেয়ার আগে দেওবন্দ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ইসলামের বিধান জানতে চান। এর উত্তরে উল্লেখিত ফতোয়া দেয় প্রতিষ্ঠানটি।

দেওবন্দ জানিয়েছে, ‘যারা হারামের অর্থে প্রতিপালিত হন, তারা নৈতিকভাবে ভাল হন না। তাই এমন পরিবারের বদলে কোনও ধার্মিক পরিবার খুঁজে বিয়ে করা উচিত।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত