ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

ইরাকের রাজধানী বাগদাদের তায়ারান স্কয়ারে সোমবার দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫য়ে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এর আগে ওই জোড়া হামলায় নিহতের সংখ্যা ১৬ বলে উল্লেখ করেছিল বিবিসি। যদিও ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছিল, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা বাকি রয়েছে।

এ নিয়ে গত তিন দিনে এটি দ্বিতীয় হামলার ঘটনা। শনিবার থেকেই সেখানে হামলা চলছে বলে জানিয়েছে বিবিসি।

২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইরাকের একটি বিরাট অংশ দখল করে নেয়। এরপর থেকে বাগদাদে প্রায় প্রতিদিনই বোমা ও বন্দুক হামলার ঘটনা ঘটছে। যদিও গত বছরের ডিসেম্বর নাগাদ জঙ্গি গোষ্ঠীকে পরাজিত করতে সমর্থ হয় ইরাকি বাহিনী। এরপরও থেমে নেই হামলা।

সোমবার বাগদাদের তায়ারান স্কয়ারের ব্যস্ত সড়কে হামলা চালায় বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরিহিত দুই ব্যক্তি। তারা কাজের সন্ধানে জড়ো হওয়া নির্মাণ শ্রমিকদের লক্ষ্য করে ওই হামলা চালায়। যদিও এসময় সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মজুত ছিল।

এর আগে গত শনিবার বাগদাদের উত্তর অংশে এক চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় কমপক্ষে ৫ জন।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত