ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আবুধাবিতে ‘আটক’ কাতার রাজপরিবারের সদস্য

আবুধাবিতে ‘আটক’ কাতার রাজপরিবারের সদস্য

শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি নামে কাতারের রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে সংযুক্ত আরব আমিরাত।

আল থানি সম্প্রতি ইউটিউবে এক ভিডিও বার্তার মাধ্যমে তাকে আটকের বিষয়ে এ অভিযোগ করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হয়েছে।

ভিডিওতে দেখা যায় তিনি আরামদায়ক চেয়ারে বসে আছেন এবং ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন।

শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সাথে কাতারের কূটনৈতিক সংকটের মধ্যেও দেশটির সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কাতারের বর্তমান আমিরের আত্মীয়।

তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

আল থানি বলেন, ‘আমি এখন আবুধাবিতে শেখ মোহামেদের অতিথি হিসেবে। কিন্তু এটিকে ঠিক অতিথির মর্যাদা বলা যাচ্ছে না। বরং এটা আটকে রাখার মতো বিষয়। তারা আমাকে কোন দিকে যেতে মানা করেছে।’

থানি ওই ভিডিও বার্তায় আরো বলেন, ‘আমি সবাইকে অবহিত করতে চাই যে যদি আমার কোন কিছু ঘটে তাতে কাতারের কোন দোষ থাকবে না।’

তবে বিষয়টি নিয়ে একাধিক টুইট করেছেন আবুধাবির শিক্ষা বিভাগের প্রধান আলী রশিদ আল নুয়াইমি। তিনি বলেন, ‘শেখ আব্দুল্লাহ যেখানে খুশি সেখানে যেতে পারেন।’

মূলত সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারকে একঘরে করার চেষ্টা করেছিলো তখন থেকে শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যে। তখনকার কূটনৈতিক সংকটের সময় মূলত তার চেষ্টাতেই কাতারের জনগণ এবার হজ পালনের সুযোগ পেয়েছিলেন।

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত