ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বছরে একবার গোসল, দাঁত মাজা, তারপর যা ঘটল

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ০২:২৭

বছরে একবার গোসল, দাঁত মাজা, তারপর যা ঘটল

শীতের সকালে স্নান করা যে চরম কষ্টের, সেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে সবাই। এই হাঁড় কাঁপানো ঠান্ডায় একদিন গোসল না করলে কিচ্ছু আসে যায় না।

তবে যদি দিনের পর দিন গোসল না করেন, তাহলে সেটা অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর। এমনই এক ঘটনার খোঁজ পাওয়া গেল সুদূর তাইওয়ানে।

তাইওয়ানের এক সংবাদ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, গোসল না করার জন্য স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চাইলেন স্বামী। যুবকটি দাবি করেছেন, তাঁর স্ত্রী দীর্ঘ এক বছর ধরে স্নান করেননি।

শুধু তাই নয়, দাঁতও মাজেননি। যদিও তিনি জানাচ্ছেন, প্রথম থেকেই তাঁর স্ত্রী এইরকম উদ্ভট ছিলেন না।

তাঁদের প্রেম করে বিয়ে। তখন তিনি সপ্তাহে অন্তত একবার গোসল করতেন। কিন্তু বিয়ের পরে বদলে যায় সব সমীকরণ। গোসল করা বন্ধ করে দেন তাঁর স্ত্রী। দাঁত মাজাও ছেড়ে দেন। শুধু তাই নয়, নিজেও শ্বশুরবাড়িতে চলে আসেন এবং তাঁর স্বামীকেও বাধ্য করেন শ্বশুরবাড়িতে থাকতে। এখানেই শেষ নয়, চাকরিও করতে দিতেন না তাঁর স্বামীকেও।

এহেন পাগলামি দিনে দিনে তাকে অতিষ্ঠ করে তোলে এবং সবশেষে তিনি ডিভোর্স চান। তবে যুবকটি জানিয়েছেন আগে তাঁর কোনো মানসিক রোগ ছিল না। বিয়ের পর থেকেই শুরু হয়েছে এমন ঘটনা। তাহলে কি বিয়েই সব নষ্টের মূল?

  • সর্বশেষ
  • পঠিত