ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বহিষ্কৃত হয়ে অধ্যক্ষকে প্রকাশ্যে হত্যা করলো ছাত্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ০০:৩০

বহিষ্কৃত হয়ে অধ্যক্ষকে প্রকাশ্যে হত্যা করলো ছাত্র

ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগরের স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুলের অধ্যক্ষ রিতু ছাবরাকে গুলি করে হত্যা করলো দ্বাদশ শ্রেণির এক ছাত্র। স্কুল থেকে বহিষ্কার হওয়ায় বাণিজ্য বিভাগের ওই ছাত্র শনিবার এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য বিভাগের ওই ছাত্রের ক্লাসে উপস্থিতির হার একদম কম। এছাড়া সে স্কুলে ঝামেলা করতো। তাই প্রায় ১৫ দিন আগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এদিন দুপুরে ওই ছাত্র অস্ত্র নিয়ে স্কুলে এসে অধ্যক্ষ রিতু ছাবরার দেখা করতে চায়। পরে সে ওই অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে গুলি করে। সেখান থেকে পালানোর সময় স্কুলের একজন পিওনসহ পাঁচ কর্মকর্তা তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, স্কুল থেকে বহিষ্কার হয়ে ওই ছাত্র তার বাবার লাইসেন্স করা রিভলবার দিয়ে অধ্যক্ষ রিতু ছাবরাকে পরপর তিনটি গুলি করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

যমুনানগরের পুলিশ সুপার রাজেশ কালিয়া বলেন, ওই ছাত্রকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। তার বাবার বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত