ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ব্রাজিলে মহামারী আকারে ছড়াচ্ছে হলুদ জ্বর

ব্রাজিলে মহামারী আকারে ছড়াচ্ছে হলুদ জ্বর

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জিরাইসে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে হলুদ জ্বর। এ রাজ্যের রাজধানী বিলো হরিজোনতে সহ অধিকাংশ এলাকায় হলুদ জ্বর ছড়িয়েছে। পুরো ব্রাজিলেই এখন এ জ্বর আতঙ্ক দেখা দিয়েছে।

গত ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত সেখানে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে মিনাস জিরাইসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসি।

বিবিসি জানায়, জ্বর প্রতিরোধে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় তিনটি রাজ্যে গণহারে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আতঙ্কিত ব্রাজিলীয়রা সবাই ভিড় করছেন ক্লিনিকগুলোর সামনে। আশঙ্কা করা হচ্ছে খুব দ্রুতই ভ্যাকসিন পুরিয়ে আসবে।

ব্রাজিলের পাশ্ববর্তী দেশ আর্জেন্টিনার বুয়েন্স এইরেসসহ বেশ কয়েকটি শহরের মানুষও এই হলুদ জ্বরের ভ্যাকসিন নিচ্ছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেয়ার প্রস্তুতি হিসেবে এটা করছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ব্রাজিলে যাওয়ার আগে এই ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছে।

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত