ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

ভারতে রিকসার চেয়ে বিমানের ভাড়া কম!

ভারতে রিকসার চেয়ে বিমানের ভাড়া  কম!

ভারতের কেন্দ্রীয় বিমানমন্ত্রী জয়ন্ত সিং শনিবার দাবি করেছেন, ওই দেশে বর্তমানে অটোরিক্সায় চেয়েও অনেক কম ভাড়ায় বিমানে ভ্রমণ করা যায়।

শনিবার ইন্দোর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (আইএমএ)’র এক বৈঠকে মন্ত্রী বলেন, ‘অনেকে শুনলে বলবেন আমি আবোল তাবোল বকছি। কিন্তু ঘটনা সত্যি। এখন আমাদের দেশে অটোরিকসার চেয়েও বিমানের ভাড়া কম।’

তিনি নিজের এই দাবির সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘বর্তমানে ভারতের ইন্দোর শহর থেকে দিল্লি যেতে একজন বিমানযাত্রীর প্রতি কিলোমিটারে মাত্র ৫ রুপি ব্যয় করতে হয়। কিন্তু আপনি যদি অটোরিকসায় এই পথ ভ্রমণ করতে চান তবে প্রতি কিলোমিটারে আপনার খরচ হবে ৮ রুপি।’

মন্ত্রী জয়ন্ত সিং আরো দাবি করেন, বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভারতের বিমান ভাড়া অনেক কম। এ কারণে দেশের লোকজনের মধ্যে দিনে দিনে বিমান ভ্রমণ জনপ্রিয় হচ্ছে। আজ থেকে চার বছর আগে ভারতের ১১ কোটি মানুষ বিমানে চলাফেরা করত। চলতি অর্থ বছরের শেষে বিমান ভ্রমণকারীদের সংখ্যা বেড়ে ২০ কোটিতে উন্নীত হবে বলেও আশা করেন বিমানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

এমএ

  • সর্বশেষ
  • পঠিত