ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টেমস নদীতে বোমা

লন্ডনের সিটি বিমানবন্দর বন্ধ ঘোষণা

লন্ডনের সিটি বিমানবন্দর বন্ধ ঘোষণা

লন্ডনের টেমস নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুটি অবিস্ফোরিত বোমা পাওয়ার পর পার্শ্ববর্তী সিটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় জর্জ দ্য ফিফথ ডকে বোমা দুটি পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। সেখানে পাওয়া বস্তু দুটিকে বিস্ফোরক বলে নিশ্চিত করেন বিশেষজ্ঞ কর্মকর্তারা ও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী। এরপর রাত ১০টার দিকে ওই বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। ফলে এয়ারলাইনসগুলোর বেশিরভাগ ফ্লাইটিই বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ স্থগিত করতে পরামর্শ দেয়া হয়েছে যাত্রীদের। বিস্তারিত জানতে সবাইকে নিজেদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বোমা দুটি সরিয়ে নিতে তারা রাজকীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বিমানবন্দরটির পাশাপাশি আশপাশের কয়েকটি সড়কও বন্ধ রাখা হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজ সোমবার তাদের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্য এয়ারলাইনসগুলোও একই পথ অনুসরণ করেছে

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত