ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

কংগ্রেস নেত্রীর অভিযোগ

বিজেপির রাজ্যেগুলোতেই ধর্ষণের হার বেশি

বিজেপির রাজ্যেগুলোতেই ধর্ষণের হার বেশি

ভারত জুড়ে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মোদির কেন্দ্রীয় সরকার। একারণেই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। রবিবার এ অভিযোগ করেন বিরোধী দল কংগ্রেসের মহিলা শাখার প্রেসিডেন্ট সুস্মতা দেব। তিনি আরও অভিযোগ করেন, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির শাসনে থাকা রাজ্যগুলোতেই ধর্ষণের হার বেশি।

শিলং শহরে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন,‘বিজেপি শাসিত সবগুলো রাজ্যেই ধর্ষণের হার বেড়ে গেছে। বর্তমানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় মধ্য প্রদেশে। হরিয়ানায় গড়ে প্রতি ১০ ঘণ্টায় ৬ জন নারী ধর্ষণের শিকার হন। রাজস্থানেও ধর্ষণ বেড়েছে। কিন্তু এসব নিয়ে কোনো কথা বলেন না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

তিনি আরও বলেন, গোটা ভারত জুড়েই নারীর প্রতি সহিংসতা বেড়েছে। কিন্তু নারীদের নিরাপত্তার বাপারে মোটেও সিরিয়াস না বিজেপি সরকার।

এ সময় মোদিকে উদ্দেশ্য করে কংগ্রেস প্রেসিডেন্ট বলেন,‘প্রধানমন্ত্রী মোদির নিজ রাজ্য গুজরাটেই রয়েছে নারী পাচারের ছয়টি বড় র‌্যাকেট। সেখানে নারীদের ওপর যৌন নিপীড়নও বেড়েছে। তিনি সম্প্রতি রাজ্যের কুচ এলাকা সফর করেছেন। কিন্তু এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।’

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত