ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কেন্দ্রীয় সরকার লুটেরাদের বিরুদ্ধে কিছু করে না: মমতা

কেন্দ্রীয় সরকার লুটেরাদের বিরুদ্ধে কিছু করে না: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার লুটেরাদের বিরুদ্ধে কিছু করে না। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সাম্প্রতিক ব্যাংক দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘জনগণের টাকা যারা লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কিছু করে না। কিন্তু ঋণ শোধ করতে না পেরে কৃষকরা আত্মহত্যা করছে। আমরা বলেছিলাম কৃষকদের খাজনা মওকুফ করতে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের কথা শোনেনি।’

মমতা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘নির্বাচন এলে হিন্দু-মুসলমান করবে, নির্বাচন মিটে গেলে, কৃষকরা ঋণ না মেটাতে না পারলে, তাদের জমি বাজেয়াপ্ত করবে। দেশে বেকারদের সংখ্যা বেড়ে যাচ্ছে।’

মমতা বলেন ‘দেশে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে। পঞ্চাশ হাজার টাকা কৃষকদের ঋণ দিতে গেলে গায়ে কাঁটা ফোটে। কিন্তু কেউ কেউ হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণনিয়ে পালিয়ে যায়, দুর্নীতি করে, তখন গায়ে কাঁটা ফোটে না?’

তিনি বলেন, ‘ কেন্দ্রীয় সরকার কোনো পরিসেবা দেয় না, কিন্তু, সব কিছুর ‘সেস’ নেয়। নোট বাতিলের জন্য কয়েক লাখ মানুষ বেকার হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার তুঘলকের মতো নোট বাতিল করেছে। জিএসটির জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে। ক্যাশলেস ইকনমি করতে গিয়ে ব্যাংকগুলোকেই ক্যাশলেস করে দিয়েছে।’

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত