ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

রাখাইনে বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ২

রাখাইনে বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ২

রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কয়েক জায়গায় শনিবার সকালে চারটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে এক পুলিশসহ দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, শানিবার স্থানীয় সময় সকাল ৫টা ৪৭ মিনিটের দিকে সিত্তেরের বিভিন্ন স্থানে বোমাগুলো বিস্ফোরণ হয়। শহরের আদালত প্রাঙ্গন, রাজ্য সরকারের সচিবের বাড়ি, জেলা ভূমি রেকর্ড অফিস এবং স্ট্রান্ড রোডে বোমাগুলো বিস্ফোরিত হয়। এই বোমা বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করেনি মিয়ানমার পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মোট চারটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা হালকা আহত হয়েছেন। তবে অবিস্ফোরিত তিনটি বোমাও পাওয়া গেছে।

রাখাইনের রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা একেবারে বিরল। সিত্তের স্থানীয় এক বাসিন্দা বলেন, বোমা বিস্ফোরণের পর পুলিশ বেশ কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে।

গত আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সূত্র: সিনহুয়া

  • সর্বশেষ
  • পঠিত