ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কাঠমাণ্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: আহত ১৭

কাঠমাণ্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: আহত ১৭

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দুপুরে একটি বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ১৭ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বেসামরিক বিমান চলাচল সংস্থা ইউএস বাংলার ওই বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এতে মোট ৬৭ জন যাত্রী ছিল। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বিবিসি জানায়, এস২-এজিইউ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। কিন্তু কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পূর্ব দিকের রানওয়েতে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জরুরি বিভাগ ও উদ্ধারকারী দলের লোকজন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। ইতিমধ্যে নেপালের সোস্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার বিভিন্ন ফটো ও ভিডিও প্রকাশিত হয়েছে।

সূত্র: বিবিসি

এমএ/

আরও পড়ুন :

বিমান যাত্রীদের তথ্য পেতে বাংলাদেশ দূতাবাসে হট লাইন চালু

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: অর্ধশত নিহতের আশঙ্কা

  • সর্বশেষ
  • পঠিত