ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বিধ্বস্ত বিমান থেকে ২১ জনকে জীবিত উদ্ধার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৭:০২  
আপডেট :
 ১২ মার্চ ২০১৮, ১৮:৫২

বিধ্বস্ত বিমান থেকে ২১ জনকে জীবিত উদ্ধার

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি থেকে ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাঠমাণ্ডুতে অবস্থানরত বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ সেলিম। উদ্ধারকৃতদের আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সেলিম।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে ৭৮ আসনের বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারীর সঙ্গে ছিল দুই শিশুও।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের দেয়া তথ্য অনুযায়ী, ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২:২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১:৪৩ মিনিটে।

বিমানবন্দরের আরেক মুখপাত্র বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আছেন তারা।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটিতে সবধরণের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

/এসকে/

আরও পড়ুন :

যেসব তথ্য জানালেন স্টেশন ম্যানেজার

বিমান যাত্রীদের তথ্য পেতে বাংলাদেশ দূতাবাসে হট লাইন চালু

  • সর্বশেষ
  • পঠিত