ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩৮: নেপাল পুলিশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৭:২৯  
আপডেট :
 ১২ মার্চ ২০১৮, ১৭:৩৫

ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩৮: নেপাল পুলিশ

কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ২৩ জন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটি গণমাধ্যমগুলো।

এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি দুপুর ২টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

৭৮ আসনের ড্যাশ উড়োজাহাজটিতে ৪ জন ত্রুসহ ৭১জন আরোহী ছিলেন। যাদের মধ্যে অন্তত ৩৫-৪০ জন বাংলাদেশি, বাকিরা নেপালের নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস বলছে, দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব দমকলকর্মীসহ উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী।

ডিপি/

আরও পড়ুন :

বিধ্বস্ত বিমান থেকে ২১ জনকে জীবিত উদ্ধার

যেসব তথ্য জানালেন স্টেশন ম্যানেজার

পরিচয় মিলেছে ইউএস-বাংলার দুই যাত্রীর

  • সর্বশেষ
  • পঠিত