ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাত বছরে ১৫ বিমান বিধ্বস্ত

সাত বছরে ১৫ বিমান বিধ্বস্ত

গত সাত বছরে নেপালে অন্তত ১৫টি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এসব বিমান দুর্ঘটনা ঘটে। এতে ১৩৪ জন যাত্রী নিহত হয়েছেন।

নেপালের জরিপ সংস্থা ‘নেপাল ইন ডাটা’ এ তথ্য দেয়। সংস্থাটি দাবি করেছে, নেপালে প্রতিবছর গড়ে ছোট-বড় মিলিয়ে একটি করে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।

সংস্থাটির প্রকাশিত একটি গ্রাফে দেখা যায়, ২০১০ সালে ৩৬ জন, ২০১১ সালে ১৯ জন, ২০১২ সালে ৩৪, ২০১৪ সালে ১৮, ২০১৬ সালে ২৫ জন ও ২০১৭ সালে দুইজন বিমান দুর্ঘটনায় নিহত হন। সবশেষ ২০১৮ সালে এসে আবারো বিমান বিধ্বস্ত হয়।

সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ালাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৫০ জনের নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, ১ জন চীনা ও ১ জন মালদ্বীপের নাগরিক বলে জানা গেছে।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শেষ হয়ে গেছে। কারণ উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে গেছে।

নেপালে বিমান দুর্ঘটনার বিষয়ে সেখানে কর্মরত স্টেশন ম্যানেজার মোহাম্মদ সেলিম জানিয়েছেন, যতদূর জানা গেছে বিধ্বস্তের আগে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ঠিক কী কারণে বিমান বিধ্বস্ত হলো তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ সেলিম জানান, বিমানটিতে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেনাবাহিনীসহ দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। প্রতি সপ্তাহে নেপালে বাংলাদেশ বিমানের ৪টি এবং ইউএস বাংলার ৪টি বিমান আসা যাওয়া যাওয়া করে বলেও জানান তিনি।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত