ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

প্রায়ই পাইলটদের ভুল বার্তা দেয় নেপালের বিমানবন্দর! (ভিডিও)

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ২০:৩৬  
আপডেট :
 ১৫ মার্চ ২০১৮, ২০:৪৬

প্রায়ই পাইলটদের ভুল বার্তা দেয় নেপালের বিমানবন্দর! (ভিডিও)

দায়িত্বে অবহেলার গুরুতর অভিযোগ রয়েছে নেপালের বিমানবন্দরগুলোর বিরুদ্ধে। দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার থেকে প্রায়ই পাইলটদের ভুল ও বিভ্রান্তিকর বার্তা দেয়া হয়। এটিসি টাওয়ার থেকে প্রায়ই পাইলটদের কাছে বিভ্রান্তিকর বার্তা দেয়া হয় বলে জানিয়েছে নেপালের একাধিক গণমাধ্যম।

গত ১২ মার্চ সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দুর্ঘটনায় পড়ে। বিমানবন্দরের এটিসি টাওয়ার থেকে ভুল অবতরণ বার্তা দেয়ায় আকাশে কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে ৬৭ যাত্রী ও চার ক্রুসহ বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ১০ বাংলাদেশিসহ ২১ জন।

পাইলটদের কাছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি টাওয়ারের ভুল বার্তার ব্যাপারে ২০১৬ সালের ২৮ মার্চ প্রকাশিত দ্য হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 'একাধিক পাইলট দ্য হিমালয়ান টাইমসকে জানান, তারা প্রায়ই এটিসি টাওয়ার থেকে ভুল বার্তা পান।'

বিমানের নিরাপত্তার সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসের সরাসরি সম্পর্ক রয়েছে। শুধু এটিসি টাওয়ারই নয়; দেশটির আবহাওয়া বিভাগও (ডিএইচএম) নেপালের আবহাওয়া-সংক্রান্ত ভুল তথ্য প্রকাশ করে বলে অভিযোগ অনেক পাইলটের।

এমন ভুল বার্তা পাওয়ার কথা জানিয়ে জ্যেষ্ঠ এক পাইলট বলেন, বিমান অবতরণের জন্য তিনি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে টাওয়ার থেকে জানানো হয় যে, বিমানবন্দরের দৃষ্টিসীমা তিন কিলোমিটার। কিন্তু ডিএইচএমের তথ্য অনুযায়ী, সে সময় বিমানবন্দরের দৃষ্টিসীমা ছিল দেড় কিলোমিটারেরও কম।

এ ধরনের স্পর্শকাতর ব্যাপারে ভুল তথ্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে উল্লেখ করেন অভিজ্ঞ ওই পাইলট।

তবে শুধু ত্রিভুবন বিমানবন্দরেই নয়, নেপালের লুকলার তেনজিং হিলারি বিমানবন্দরেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পাইলটদের। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের তালিকায় রয়েছে লুকলার এই বিমানবন্দর।

অভ্যন্তরীণ ফ্লাইটের এক পাইলট হিমালয় টাইমসকে বলেন, লুকলার তেনজিং হিলারি বিমানবন্দরের টাওয়ার থেকে প্রায়ই ভুল এবং বিভ্রান্তিকর বার্তা দেয়া হয়।

উল্লেখ্য, কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটিতে এ পর্যন্ত ৭০টিরও বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

দেখুন ভিডিও-

এসএস

  • সর্বশেষ
  • পঠিত