ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ইরানের সাথে পাল্লা দিয়ে পরমাণু বোমা বানাবে সৌদি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ২১:৫৬

ইরানের সাথে পাল্লা দিয়ে পরমাণু বোমা বানাবে সৌদি

ইরান যদি পারমাণবিক বোমা বানায়, তবে সৌদি আরবও একই পথে হাঁটবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন কথা জানান সালমান।

সিবিএস নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে সালমান বলেন, 'সৌদি আরবের পরমাণু বোমা বানানোর ইচ্ছা নেই, তবে ইরান এমন প্রকল্প হাতে নিলে আমরাও দ্রুত সময়ের মধ্যে একই কাজে হাত দেব।'

প্রসঙ্গত, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে দুই দেশের মধ্যে। ইতোমধ্যে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারমাণবিক শক্তি উৎসের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। এই উদ্যোগের মূলে রয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ।

সৌদি আরবের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণে প্রতিযোগিতা শুরু হয়েছে এই কাজে বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ফ্রান্স এবং চীনের মধ্যে।

এর আগে বিশ্বের সবচেয়ে বেশি তেলখনি সমৃদ্ধ সৌদি আরব ঘোষণা দিয়েছিল তেলের বদলে পারমাণবিক শক্তি ব্যবহারের।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত