ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ সুইডেন সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৪:০২

হঠাৎ সুইডেন সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ছবি: বিবিসি

আকস্মিক রাষ্ট্রীয় সফরে বেইজিং হয়ে সুইডেনের রাজধানী স্টকহোম পৌঁছেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের মধ্যে সম্ভাব্য বৈঠক সফল করাই এই সফরের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

পিয়ংইয়ংয়ে অবস্থিত সুইডিশ দূতাবাস যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে মধ্যস্থতা করছে। উত্তর কোরিয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে সুইডেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, চীনা রাজধানী হয়ে সুইডেনের রাজধানী অভিমুখে এখন রাই। তবে এ নিয়ে বিস্তারিত জানায়নি চীন।

এদিকে সুইডিশ কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম আজ উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।

দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা জানায়, উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের উপমহাপরিচালক চু কাং ইল।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত