ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

আফরিনের হাসপাতালে তুর্কি হামলায় নিহত ১৬

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৮:১৯

আফরিনের হাসপাতালে তুর্কি হামলায় নিহত ১৬
ছবি: হিন্দুস্তান টাইমস

শুক্রবার সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত আফরিন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালে তুর্কি বাহিনীর বোমা হামলায় অন্তত ষোল বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তুর্কি বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালটির সহায়তায় নিয়োজিত কুর্দিশ রেড ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি তারা।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরাসরি হাসপাতালের মেডিকেল সার্ভিসের ওপর হামলা চালায় তুর্কি বাহিনীর বিমান।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, 'ষোল জন বেসামরিক নাগরিক মারা গেছে, যাদের মধ্যে ছিল দুই অন্তসঃত্ত্বা নারীও।' তবে নিহতদের মধ্যে হাসপাতালের কোনো কর্মচারী ছিল না বলে জানান তিনি।

কুর্দিশ রেড ক্রিসেন্টের সহকারী প্রধান সেরওয়ান বেরি জানান, 'শুক্রবার দিনের বেলায় হাসপাতালের কাছাকাছি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু রাতে সরাসরি হাসপাতালেই হামলা চালানো হয়।'

প্রসঙ্গত, প্রায় দুই মাস যাবৎ আফরিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে তুর্কি বাহিনী। গত শুক্রবারেও আফরিন ছেড়েছেন অন্তত পনের হাজার স্থানীয় অধিবাসী।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত