ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আবর্জনা ভেবে নবজাতক জমজকে ডাস্টবিনে নিক্ষেপ

আবর্জনা ভেবে নবজাতক জমজকে ডাস্টবিনে নিক্ষেপ

জন্মের পর পর দুই যমজ নবজাতককে তুলে দেয়া হয়েছিল শ্রবণপ্রতিবন্ধী ফুফুর হাতে। কিন্তু তিনি ময়লা মনে করে দুই নবজাতককে ছুড়ে ফেলেছেন ময়লার ডাস্টবিনে। এতে একটি নবজাতক মারা গেছে। ভারতের বিহার রাজ্যের মাধেপুরার জেলার আরশান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা গেছে, এ গ্রামের বাসিন্দা অজলা দেবী যমজ নবজাতকের জন্ম দেন। তাদের দেখভালের জন্য ফুফু শোভা দেবীর হাতে তুলে দেন চিকিৎসকরা। তারা শিশু দুটিকে জরুরি বিভাগের চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে বলেন।

কিন্তু কানে কম শোনা ফুফু মনে করেছিলেন, চিকিৎসক তাকে ডাস্টবিনে ময়লা ফেলতে বলেছেন। তিনি দুই নবজাতককে হাসপাতালের তিনতলা থেকে নিচে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন।

এতে ঘটনাস্থলেই এক নবজাতকের মৃত্যু হয়। আরেকটি শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত