ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

'শিক্ষকদের আমাদের মুখের দিকে তাকিয়ে পড়ানো উচিত, শরীরের দিকে তাকিয়ে নয়।'

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৩:৪৯

'শিক্ষকদের আমাদের মুখের দিকে তাকিয়ে পড়ানো উচিত, শরীরের দিকে তাকিয়ে নয়।'

মুসলিম মহিলাদের পোশাক নিয়ে এক অধ্যাপকের অশালীন ও কুরুচিকর মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠল কেরালায়। ফারুক ট্রেনিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জৌহর মুনাভীরের মন্তব্যের তীব্র নিন্দা করে সোমবার প্রতিষ্ঠানের সদর দরজায় তরমুজ নিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মুসলিম পরিবারদের নিয়ে এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে জৌহর মুনাভীর বলেন, 'মেয়েরা ঠিকমতো হিজাব পরছে না। তারা ইচ্ছে করে তাদের বুক দেখাচ্ছে। যেন তরমুজের টুকরোর প্রদর্শনী করা হয়েছে।'

সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়ার পরই বিক্ষোভের আগুল জ্বলে ওঠে কোঝিকোড়েতে। এই মন্তব্যের প্রতিবাদে প্রতিষ্ঠানে তুমুল বিক্ষোভ দেখায় SFI। কলেজের গেটের সামনে তরমুজ ফাটিয়ে চলে বিক্ষোভ। একদল সমাজকর্মী আবার সবাইকে তরমুজ বিতরণ করে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ।

ছাত্রীদের লেগিংস পরা নিয়েও মন্তব্য করে ওই শিক্ষিকা বলেছেন, 'এই ক্যাম্পাসের ৮০% পড়ুয়াই ছাত্রী। আর বেশিরভাগই মুসলিম। তারা পর্দা করে। তবে সেটাকে তুলে রাখে লেগিংস দেখানোর জন্য। মেয়েরা আজকাল ওড়না পরে না। কিন্তু স্কার্ফ বা শাল দিয়ে মাথা ঢেকে রাখে। মেয়েদের শরীরের যে অংশ একজন পুরুষ বা ইসলামের শিক্ষকদের আকর্ষণ করে তা হল বুক। কাজেই তা ঢেকে রাখা উচিত।'

এই মন্তব্যের তীব্র নিন্দা করে কালীকট বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের চেয়ারপার্সন বলেছেন, 'শিক্ষকদের আমাদের মুখের দিকে তাকিয়ে পড়ানো উচিত, শরীরের দিকে তাকিয়ে নয়।'

আর কলেজের প্রিন্সিপালের যুক্তি, তিন মাস আগে কলেজের বাইরে ওই মন্তব্য করেছিলেন শিক্ষিকা। এখনও কোনও অভিযোগ আসেনি। কাজেই কলেজ কোনও ব্যবস্থা নিতে পারে না।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত