ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আত্মরক্ষায় যে কাউকে মারতে পারেন পুতিন

আত্মরক্ষায় যে কাউকে মারতে পারেন পুতিন

জুডোতে শত্রুকে মেরে ফেলার আইন নেই৷ শুধু ঘায়েল করার কথা বলা হয়৷ কিন্তু ‘স্যাম্বো’ (রাশিয়ান মার্শাল আর্ট)? সে তো মারাত্মক খেলা৷ এই পদ্ধতিতে শত্রুকে মেরে ফেলার কথা বলা হয়েছে৷ আর তাতেই দক্ষ রুশ প্রেসিডেন্ট৷

ভয়ঙ্কর এই মার্শাল আর্টের গোপন কলাকৌশলে তাঁর জুড়ি খুবই কম মেলে৷ শারীরিক সক্ষমতায় নিজের দেহরক্ষীদেরও চমকে দেন পুতিন৷ এই দেহরক্ষীরা সবাই বিশেষ রুশ কমান্ডো৷

মধ্য ষাটের কোঠ পার করা ভ্লাদিমির পুতিনের সক্ষমতা দেখে যে কেউ চমকে যাবেন৷ নিয়ম করে শরীর চর্চা করেন তিনি৷ মজে থাকেন জুডো অনুশীলনে৷ কিন্তু স্যাম্বো প্র্যাকটিস? সেরকম তো কোনও ছবি বের হয়নি পুতিনের৷ তাহলে কি তিনি এই শিক্ষা গোপনে রাখতে চান? জুডো একটি পরিচিত আত্মরক্ষামূলক খেলা৷ কিন্তু রুশ মার্শাল আর্ট স্যাম্বো ততটা পরিচিত নয়৷ এখানেই লুকিয়ে আছে রহস্য৷

জানা গিয়েছে, সোভিয়েত জমানায় পুতিন যখন রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি এজেন্ট ছিলেন, তখনই তাঁর স্যাম্বো শিক্ষা সম্পূর্ণ হয়েছিল৷ প্রাথমিকভাবে স্কুলে পড়ার সময় থেকেই স্যাম্বো টেকনিক বেছে নিয়েছিলেন পুতিন৷ পরে সেই খেলার সঙ্গে শত্রুকে মেরে ফেলার কৌশলও আয়ত্তে আনেন৷ মূলত স্যাম্বো দু রকম৷ একটি ক্রীড়ামূলক অন্যটি হল যুদ্ধপদ্ধতি৷ দুটি বিভাগেই পারদর্শী পুতিন৷

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত