ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভিয়েতনামে ২০ তলা ভবনে আগুন: নিহত ১৩

ভিয়েতনামে ২০ তলা ভবনে আগুন: নিহত ১৩

ভিয়েতনামের বাণিজ্য নগরী হো চি মিনে একটি ২০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে হো চি মিনের ভো ভান কিত সড়কের কারিনা প্লাজায় আগুন লাগে। এই ভবনটিতে ৭’র বেশি পরিবার বসবাস করত।

অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ বহুতল ভবন থেকে লাফিয়ে পড়েও মারা যান। মৃতদের মধ্যে ৩ ও ৫ বছর বয়সী দুই শিশু রয়েছে। এছড়া আগুন থেকে বাঁচতে ১৯ তলা থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন এক মা এবং তার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। ৩০টির বেশি ফায়ার ইঞ্জিন এবং ২০০ জনের বেশি দমকল কর্মীর অক্লান্ত চেষ্টায় ২ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্তণে আসে। তবে ভবনটিতে এখনও উদ্ধার তৎপরতা চলছে। ভবনে আর কেউ আটকা পড়ে আছে কিনা তারা খুঁজে দেখছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত