ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

আবার আমরণ অনশনে আন্না হাজারে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ২২:৫১

আবার আমরণ অনশনে আন্না হাজারে

আমরণ অনশনে দিয়ে আলোচিত ভারতের আন্না হাজারে আবারো আমরণ অনশন শুরু করেছেন। ৭ বছর পর এবার লোকপালের দাবিতে অনশন শুরু করলেন প্রবীণ এ গান্ধীবাদী নেতা।

কেন্দ্রে লোকপাল ও রাজ্যে রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে এবার আন্না হাজারে অনশন কর্মসূচি। কৃষকদের সমস্যা মেটানোর জন্য স্বামীনাথন কমিটি যেসব সুপারিশ করেছে, সেগুলো কার্যকর করার দাবিও রয়েছে তার।

দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানে আমরণ অনশনে বসেছিলেন আন্না হাজারে। তদানীন্তন কেন্দ্রীয় সরকারের (দ্বিতীয় ইউপিএ) কাছ থেকে লোকপাল গঠনের প্রতিশ্রুতি পেয়েই সেই অনশন তুলে নিয়েছিলেন তিনি।

সেই সময় তাকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল কংগ্রেস ও বিজেপি। কিন্তু বর্ষীয়ান গান্ধীবাদী এ নেতা কোনো রাজনীতির সঙ্গে নিজেকে জড়াতে চাননি। আন্নার সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন থেকেই জন্ম হয়েছিল ‘আম আদমি পার্টি’র।

শুক্রবার রামলীলা ময়দানে তার আমরণ অনশন শুরুর আগে আন্না রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যান। ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে। সূত্র-খবর আনন্দবাজার পত্রিকার।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত