ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইসরায়েলি সেনার গুলিতে আহত ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৮, ১৬:০৮  
আপডেট :
 ০৭ এপ্রিল ২০১৮, ১৬:১১

ইসরায়েলি সেনার গুলিতে আহত ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু
ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসারত অবস্থায় সাংবাদিক ইয়াসির মুর্তাজা

গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনার গুলিতে আহত এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হয়েছে। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হন গাজাভিত্তিক 'আইন মিডিয়া অ্যাজেন্সি'র ফটো সাংবাদিক ইয়াসির মুর্তাজা।

আহত হওয়ার পর চিকিৎসারত অবস্থায় তার ছবি তোলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে তাকে একটি 'প্রেস' জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়।

ইয়াসিরের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

প্রসঙ্গত, শুক্রবার বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোঁড়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। জবাবে টিয়ারগ্যাস ও গুলি ছোঁড়ে ইসরায়েলের সেনারা।

এদিনের বিক্ষোভে অন্ততঃ ৪৯১ জন ফিলিস্তিনি আহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত