ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে নারীর 'খোলামেলা' প্রশিক্ষণ: বাতিল জিমের লাইসেন্স

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৬:০৯

সৌদিতে নারীর 'খোলামেলা' প্রশিক্ষণ: বাতিল জিমের লাইসেন্স

চুল খোলা অবস্থায় নারীদের প্রশিক্ষণ দেয়ায় নারীদের একটি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র (জিম) এর লাইসেন্স বাতিল করে সেটিকে বন্ধের নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার। অনলাইনে এমন একটি প্রশিক্ষণের ভিডিও প্রকাশিত হওয়ার পর শুক্রবার এমন সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের ক্রীড়া কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ বলেন, 'আমরা এই অবস্থা সহ্য করবো না।' ওই জিমের লাইসেন্স বাতিলের নির্দেশও দেন তিনি।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদের অন্যতম উপদেষ্টা তুর্কি আল-শেখ আরও জানান, অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বিষয়ে বিস্তারিত তদন্ত করবে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খোলা চুলে একজন নারী জিমে কসরৎ করছেন। ওই অবস্থায় তাকে একটি পাঞ্চিং ব্যাগে কিক করতে দেখা যায়। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি সরকারের দায়িত্বশীল বিভাগের মতে, ওই ভিডিওতে এমন কিছু দৃশ্য রয়েছে যা জনগণের নৈতিকতাকে 'ক্ষুণ্ন' করতে পারে।

এ বিষয়ে সৌদি র‍য়্যাল কোর্টের অন্যতম উপদেষ্টা সাউদ আল-কাথানি বলেন, নৈতিক অবক্ষয় ব্যতীত সংশোধনের পথে রয়েছে সৌদি রাজতন্ত্র।

উল্লেখ্য, অতি রক্ষণশীল সৌদি রাজতন্ত্রে শরীর আবৃত না করে বাইরে চলাফেরা করার স্বাধীনতা নেই নারীদের। এমনকি উন্মুক্ত স্থানে নারীদের চুলও খোলার অনুমতি নেই দেশটিতে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত